'দিদি, হিংসা আপনাকে রক্ষা করবে না', মমতাকে হুঁশিয়ারি মোদীর

এইসময় (ভারত) প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৩:৩১

বাংলায় চতুর্থ দফার নির্বাচনে ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার শিলিগুড়ির সভায় মোদী বলেন, 'কোচবিহারে যা হয়েছে, তা দু:খজনক। নিহতদের পরিবারের পাশে আছি। কমিশনের কাছে আর্জি, দোষীদের কঠোর শাস্তি দিন। BJP-র সমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডারা এসব করছেন। দিদি, আপনার কুর্সি চলে যাচ্ছে। দিদি, তাঁর গুন্ডাকে সাফ কথা বলছি, বাংলায় এসব চলবে না। হিংসা আপনার রক্ষা করবে না।' উল্লেখ্য, চতুর্থ দফার ভোটে কোচবিহারে ৫ জনের মৃত্যু হয়েছে।


মমতাকে নিশানা করে এদিন ফের 'দিদি, ও দিদি' বলে সরব হন মোদী। নমো বলেন, 'যদি যেতে হয়, আপনি এবার চলে যাবেন। তোলাবাজ চলে যাবে, সিন্ডিকেট চলে যাবে'। প্রধানমন্ত্রী আরও বলেন, 'আপনারা জানেন আমি চা ওয়ালা। গোটা উত্তরবঙ্গ আমায় অনেক অনেক আশীর্বাদ দিয়েছেন। তৃণমূল সরকার যাচ্ছে, BJP সরকার আসছে। প্রথম তিন দফার ভোটে বাংলায় BJP-র পক্ষে বাম্পার ভোট পড়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us