‘সোনার বাংলা’ কে করবে?

যুগান্তর পবিত্র সরকার প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১২:১০

একটি রাজনৈতিক দল, বিজেপি, যারা কেন্দ্রে বছরসাতেক শাসন করছে, এবার পশ্চিম বাংলার নির্বাচনে যাকে বলে ‘অল্ আউট’-সেভাবে কাছা খুলে, আবার কোমর বেঁধে নেমে গেছে। বাংলাকে তারা এবার সোনার বাংলা করেই ছাড়বে। না হলে কী করবে, কেদারনাথে গুহায় গিয়ে তপস্যায় বসবে, না বনবাসে চলে যাবে, তা অবশ্য বলেনি।


ভারতের মানুষ দেখেছে যে, তারা এরই মধ্যে সোনার গুজরাট, সোনার উত্তরপ্রদেশ করেছে, সোনার মধ্যপ্রদেশ করেছে, সোনার ত্রিপুরা, সোনার আসাম ইত্যাদি করে ফেলেছে। তাদের শাসিত প্রদেশগুলোর মধ্যে তামা, দস্তা বা রুপার প্রদেশ একটাও নেই, সবই চব্বিশ ক্যারাট সোনার। কোথাও রোজ একাধিক ধর্ষণ আর খুন হচ্ছে, অহিন্দু আর দলিতদের পেটানো আর হত্যা করা হচ্ছে, কোথাও সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষকদের আত্মহত্যার আমন্ত্রণ জানানো হচ্ছে, আমন্ত্রণে সাড়াও পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us