নাইজেরিয়ার লাগোসের সাঙ্গোতেদো শহরের বাসিন্দা চিওমা ওকোলি পেশায় ছোট ব্যবসায়ী। পাশাপাশি তিনি নিজের ব্যবসাসংক্রান্ত ফেসবুক পেজে বিভিন্ন পণ্যের রিভিউ করেন। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর স্থানীয় একটি কোম্পানির তৈরি নাগিকো টমেটো পুরি (সস) নিয়ে তিনি একটি রিভিউ (পর্যালোচনা) করেছিলেন।
নাগিকো টমেটো পুরির রিভিউতে ওকোলি বলেন, ‘অন্য টমেটো পুরির চেয়ে এটি বেশি মিষ্টি হচ্ছে। আপনারা যাঁরা এটি খেয়েছেন, তাঁদের কার কেমন লেগেছে জানাবেন।’
ওকোলির কয়েক হাজার অনুসারীদের অনেকে পোস্টটি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। কিন্তু এক ফেসবুক ব্যবহারকারীর মন্তব্যের কারণে পোস্টটি ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি ওকোলির পোস্টে মন্তব্য করেছিলেন, ‘আমার ভাইয়ের পণ্য ধ্বংস করা বন্ধ করো। তুমি এটি পছন্দ না করলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা না বলে অন্য পণ্য ব্যবহার করো।’
এ মন্তব্যে ওকোলি পাল্টা মন্তব্য করেন, ‘এই পণ্যের মাধ্যমে সাধারণ মানুষের হত্যা বন্ধ করা থেকে আপনার ভাইকে বিরত থাকার উপদেশ দিয়ে আমাকে দয়া করে সহায়তা করবেন।’
দুই দিন পর এই পোস্টে আড়াই হাজারের বেশি মন্তব্য আসে। এত অল্প সময়ে এত বেশি মন্তব্য আসায় কিছুটা বিস্মিত হন ওকোলি।