জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সাতজন নিহত হয়েছেন। তারা সবাই জঙ্গি ছিল বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। তবে অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সেনা অভিযান চালানো হয়। তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল। সেখানে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।