মনটা বিষণ্ন ও ভারাক্রান্ত। দেশ-বিদেশ থেকে কেবল ফোন পাচ্ছি হাসপাতালে বেড, আইসিইউ ব্যবস্থা করার জন্য। প্রথমে অর্থনীতি বিভাগের বন্ধু ও সরকারি চাকরিতে ব্যাচমেটের জন্য। চেনাজানা হাসপাতালমালিক, ডাক্তারকে ফোন করি। সবারই একই কথা বেড, রুম, আইসিইউ কোনোটাই খালি নেই। সহকর্মীর মেয়ে অবশ্য একটা ব্যবস্থা করতে সমর্থ হয় তার বাবার জন্য। এরই মধ্যে কানাডা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাবেক সহকর্মীর ফোন। তার ভাই, বাবা ও পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত। অনুরোধ একই, হাসপাতালের ব্যবস্থা করা যায় কি না।