টাইম ম্যানেজমেন্ট, নাকি টাইম প্রায়োরাটাইজেশন?

সারাক্ষণ জিয়া হাসান প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ১২:১৭

যখনই দেখবেন আপনার কথাবার্তার মধ্যে ‘আমি এত ব্যস্ত যে সময়ই করতে পারি না’-জাতীয় বাক্য বেশি ব্যবহৃত হবে, তখন বুঝবেন, আপনি নকল ব্যস্ততার জালে আটকা পড়েছেন। চেতন মন দিয়ে অবচেতন মনকে ‘আমি খুব ব্যস্ত’ এটা বারবার বলে বিভ্রান্ত করে ফেলেছেন। অবচেতন মন তার সৃজনশীলতা দিয়ে আপনার সময়কে সুন্দরমতো বণ্টন করতে পারছে না। এখান থেকে বের হয়ে আসুন। নিজেকে নিজে বলুন, প্রিয় কিংবা পছন্দের কিংবা দরকারি কাজগুলো করার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় আছে। আমার সময়ের নিয়ন্ত্রণ আমি নিজের হাতে নিচ্ছি। আস্থার সঙ্গে এটা নিজেকে বারবার বললে শক্তভাবে এই মেসেজটি অবচেতন মনের কাছে পৌঁছাবে এবং এবার সে আপনার সময়ের গঠনমূলক এবং উৎপাদনশীল বণ্টন করবে। ছোটবেলায় একটি টিভি বিজ্ঞাপন দেখতাম, ‘জীবনে এমন কিছু জিনিস আছে যেটা টাকা দিয়ে কেনা যায় না; বাকি সব কিছুর জন্য মাস্টার কার্ড!’ ঠিক একইভাবে আমার-আপনার জীবনের কিছু মুহূর্তের/ঘটনার নিয়ন্ত্রণ মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার হাতে, বাকিটুকুর দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে, জীবনকে সুন্দরমতো সাজাতে চাইলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us