পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ে-সংসার নিয়ে প্রায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি তৃতীয় স্বামী রোশান সিং থেকেও আলাদা থাকছেন শ্রাবন্তী। এরপর প্রকাশ্যে আসে তার নতুন প্রেমিকের খবরও। এমনকি একই বাড়িতেই নাকি থাকছেন তারা।
এভাবেই প্রায় সারা বছর আলোচনায় থাকেন শ্রাবন্তী। তবে এর সঙ্গে এখন যোগ হয়েছে নতুন মাত্রা। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা নির্বাচনে পশ্চিম বেহালা আসন থেকে প্রার্থী হয়েছেন টলিউডের এই আলোচিত অভিনেত্রী।