সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা ও করোনা সামগ্রী প্রদান করে। একই সঙ্গে ঐ এলাকায় ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় তিন নেতা।