অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে যুক্তরাজ্যে ২৫ জনের শরীরে রক্ত জমাট বেঁধেছে। আগে বলা হয়েছিল মাত্র পাঁচজনের এই অসুবিধা দেখা দিয়েছে।
প্রথমে আপত্তি ওঠে ইইউ থেকে। অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিলে ব্লাড কট বা রক্ত জমাট বাঁধছে। এখন দেখা যাচ্ছে, ব্রিটেনেও এই ধরনের ঘটনা ঘটছে। যুক্তরাজ্যের রেগুলেটর জানিয়েছেন, ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এটা বিরল ঘটনা। আর পাঁচজনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে। তবে সেখানে মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হয়েছে।