কঠোর হবার বিকল্প নেই এখন

জনকণ্ঠ অজয় দাশগুপ্ত প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৫:১৭

ইস্যু খুঁজতে খুঁজতে ক্লান্ত জঙ্গীগোষ্ঠী এবার একটা ইস্যু পেয়ে গেছে। আর তার সঠিক ব্যবহার করছে তারা। গত কয়েকদিনের চরম উত্তেজনা আর সংঘর্ষের ভেতর দিয়ে গেছে বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে হরতাল-অবরোধ প্রায় অপরিচিত শব্দ। আমাদের যৌবনের সোনালি দিন তারুণ্যের সুবর্ণকাল কেটেছিল হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও-এর ভেতর। পেছন ফিরে তাকালে দেখি এরশাদ আমল, বেগম জিয়ার আমলে সব সময় লাগাতার হরতাল-অবরোধে জীবন ছিল জড়িত। দিনের পর দিন থেমে যাওয়া জীবন দেশ ও জাতিকে এগোতে দেয়নি। শুধু কি তাই? দেশের মানুষের জীবনও ছিল সব সময় ঝুঁকির মুখে। আজ দেশ শাসনে থাকা আওয়ামী লীগ যখন বিরোধী দলে তারাও কম হরতাল ডাকেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us