কাশ্মির সীমান্তকে কেন্দ্র করে গত মাসে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে ভারত ও পাকিস্তান। প্রতিবেশী দেশ দুটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হওয়া এই শান্তি চুক্তির পর থেকেই তারা নিজেদের মধ্যকার সম্পর্ককে আরো স্বাভাবিক করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তবে এ পদক্ষেপ থেকে এখনই কোনো ফলাফল আসার ব্যাপারে আশাবাদী হওয়া যাচ্ছে না।
তবুও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানানো উচিত। কেবল তাদের এমন উদ্যোগের বিরলতার কারণে নয়, বরং চিরবৈরী প্রতিবেশী দেশ দুটির এই সাফল্য বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলের কয়েক মিলিয়ন লোকের জন্য উপকারী প্রভাব রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।