একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ আর ভারতের ঘনিষ্ঠতার শুরু। গত ৫০ বছরে নানা চড়াই-উতরাই পেরিয়ে সম্পর্ক বিশেষ পর্যায়ে পৌঁছেছে। তাই গত পাঁচ দশকের সম্পর্কের মূল্যায়ন করে ভবিষ্যতের পথনকশা কেমন হবে, সেটাই ঠিক করতে চায় দুই দেশ।
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের একান্ত আর সহযোগীদের নিয়ে বসে সম্পর্কের ভবিষ্যতের ছবিটা কেমন হতে পারে, তার একটি ইঙ্গিত দেবেন।
সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বেলা তিনটার দিকে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসবেন তাঁরা।