ভুয়া সনদে দেশে ফেরার চেষ্টা, শাহজালালে ভারতীয় যুবক আটক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১০:৫৬
মাঝরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্কে দাঁড়িয়ে আছেন সুদর্শন এক যুবক। কিছুক্ষণ পরেই তিনি উড়াল দেবেন নিজ মাতৃভূমি ভারতের উদ্দেশে। কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে করোনামুক্ত হওয়ার সনদ তুলে দিয়ে দ্রুত ক্লিয়ারেন্স দেয়ার অনুরোধ জানান তিনি।
তার আচরণ অস্বাভাবিক মনে হলে স্বাস্থ্য কর্মকর্তা বারকোড স্ক্যানার দিয়ে সনদটি স্ক্যান করেন। তাৎক্ষণিকভাবে ধরা পড়ে তার করোনা সনদ নকল। জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পরেও নকল সনদ তৈরি করে দেশে ফেরার চেষ্টা করছিলেন ওই ভারতীয় যুবক।