ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মতুয়াদের তীর্থস্থান কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি প্রস্তুত হয়েছে।
শনিবার মোদীর টুঙ্গিপাড়ায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। পরে সেখান থেকে তিনি ওড়াকান্দিতে মতুয়াবাদের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূঁজা দেবেন। এছাড়া ওড়াকান্দিতে ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গে তার মতবিনিময় করার কর্মসূচি রয়েছে।
দুই দিনের সফরে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারতীয় প্রধানমন্ত্রী। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবতা পালন করেন।