একুশে বইমেলায় বেচাকেনার খরা কাটছে না। লোকজনের উপস্থিতিও কমে এসেছে। তবে মেলা নির্ধারিত সময় ১৪ এপ্রিল পর্যন্তই চলবে বলে বাংলা একাডেমির পর্যালোচনা সভায় জানানো হয়েছে।
আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রান্তের অংশে লোকজন তেমন ছিলেনই না। এ পাশের অনেক স্টলে সারা দিন বই বিক্রি হয়নি। উষারদুয়ার প্রকাশনীর প্রকাশক কাব্য সুলতানা বললেন, গত চার দিনে তাঁর স্টলে কোনো বিক্রি হয়নি। স্টল দেওয়া, নতুন বই প্রকাশ মিলিয়ে তাঁর ছয় লাখ টাকার বেশি খরচ হয়েছে।
বড় প্রকাশকদের স্টলেও এখন পর্যন্ত তেমন বিক্রি নেই। অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথের প্যাভিলিয়ন বাংলা একাডেমির প্রবেশপথের কাছে। জায়গাটি বেশ ভালো। কিন্তু বিক্রি আশাপ্রদ নয়। তিনি জানালেন, তিন ভাগের দুই ভাগ বিক্রি কমে গেছে।