নারীরাই সবুজ পুনরুজ্জীবনের নেতৃত্ব দিতে পারেন

বণিক বার্তা পারমিতা মোহান্তি প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১১:৩৪

বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশির ভাগ দেশই মহামারী-পরবর্তী পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করছে। অনেকে এতে গুরুত্ব দিচ্ছে টেকসই বিনিয়োগকে। সরকারগুলোকে বারবার এ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। কিছু প্যাকেজ এখনো বাজেট দেয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, কোন কোন খাতে কী ধরনের ব্যয় বরাদ্দ করা হবে, নীতিনির্ধারকরা এখনো সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।

তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি না করার ফলে উল্লেখ্য অঞ্চলগুলোর পুনরুদ্ধার কর্মসূচি থেকে একটি জনগোষ্ঠী বাদ পড়ে যাচ্ছে। আর তারা হলেন গ্রামীণ নারী। যতক্ষণ না সরকারগুলো তাদের ব্যয় অগ্রাধিকারের মধ্যে লিঙ্গবিষয়ক দৃষ্টিভঙ্গি নিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত বৃহৎ ও গুরুত্বপূর্ণ এ জনগোষ্ঠী পেছনে পড়ে থাকবে। পুনরুদ্ধার কর্মসূচি থেকে যে পরিমাণ সাফল্য অর্জিত হবে বলে আশা করা হয়েছে, বৃহৎ এ গোষ্ঠীকে উপেক্ষা করে কর্মকাণ্ড পরিচালনা করলে তা অধরাই থেকে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us