অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘নিরাপদ’, ফের ব্যবহার শুরু করছে ইউরোপ
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ০৯:০৩
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি বলে আবারও আশ্বস্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নীতিনির্ধারকরা। তাদের তদন্তে আত্মবিশ্বাস ফিরতে শুরু করেছে টিকাদান স্থগিত রাখা দেশগুলোতে। ইতোমধ্যেই এই কার্যক্রম আবারও শুরু করার ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো। খবর রয়টার্সের।
সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর বেশ কয়েকজনের মস্তিষ্কে রক্তজমাট বাঁধার খবরে এক ডজনেরও বেশি দেশ সেটির ব্যবহার স্থগিত ঘোষণা করে।