নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের হাঙ্গামা ও সংঘর্ষের ঘটনায় করা কয়েকটি মামলায় ১০৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৮ মার্চ) পৃথক আবেদনের শুনানি নিয়ে দুই পক্ষের ১০৭ জন নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।