সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো-মন্দ

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১৪:১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে কী ভূমিকা পালন করে তা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং এই আলোচনা, তর্ক-বিতর্ক অনেকদিন অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ভালো কাজে ব্যবহৃত হতে পারে, তেমনি ক্ষতিকর কাজেও ব্যবহৃত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল মাধ্যম যাতে অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত কাজে ব্যবহৃত হতে না পারে তার জন্য সরকার ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে এটির অপপ্রয়োগ মানুষের মধ্যে বিশেষ করে মিডিয়াকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে।

অতি সাম্প্রতিককালে দুজন ব্যক্তির ওপর ডিজিটাল সিকিউরিটি আইন প্রয়োগে দেখা গেছে প্রচণ্ড নিষ্ঠুরতা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এমনভাবে কাজ করেছে, তাতে যে কোনো নাগরিকেরই তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হওয়ার কথা এবং হয়েছেও তাই। যে দুজন ব্যক্তি আইনের নামে দানবিক শক্তির ভয়াবহতার শিকার হয়েছেন তাদের জন্য সাধারণ মানুষের মনে প্রচণ্ড সহানুভূতি সৃষ্টি হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us