যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করেছে আয়ারল্যান্ড। আজ রবিবার (১৪ মার্চ) এক টুইট বার্তায় তথ্যটি জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনেলি। এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন। আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, এটি সরকারের সতর্কতামূলক পদক্ষেপ। নরওয়েতে টিকা প্রয়োগের পর বয়স্কদের শরীরে রক্ত জমাট বাঁধার মতো গুরুত্বর ঘটনা ঘটার প্রেক্ষিতে এ পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছে আইরিশ জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটি (এনআইএসি)।