চট্টগ্রামের কর্ণফুলী নদী একটি ঐতিহ্যের নাম। ইতিহাস, সামাজিকতা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনাচারের সঙ্গে এর সংমিশ্রণ। এশিয়ার প্রবেশদ্বার, বাণিজ্যের লীলা জলধারা, দেশের অর্থকরী নদী চট্টগ্রামের কর্ণফুলী। কর্ণফুলী আমাদের সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্যের অংশীজন নদী। ঐতিহ্যের প্রাকৃতিক সচল এ ধারাটি আমাদের সামাজিক বিকাশের শিকড়সম্পৃক্ত। মানব মনের বিরহ-ভালোবাসা, সুখ-দুঃখ, আচারিক, বাচনিক, ব্যক্ত-অব্যক্ত অনুভূতির প্রবাহ কর্ণফুলী।