মোংলা বন্দরের ইনারবার ড্রেজিংয়ের কাজ শুরু হচ্ছে ১৩ মার্চ
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৭:০৫
৭৯৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে শুরু হতে যাচ্ছে মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিংয়ের কাজ। আগামী ১৩ মার্চ পশুর চ্যানেলের প্রায় ১৯ কিলোমিটার নদী পথের এ খনন কাজের উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ইনারবারে (অভ্যন্তরীণ চ্যানেল) ড্রেজিং হলে বন্দরে সাড়ে ৯ মিটার থেকে ১০ মিটার গভীরতা সম্পন্ন বড় বড় জাহাজ অনায়াসেই বন্দরে প্রবেশ করতে পারবে। বর্তমানে বন্দর চ্যানেলে ৭ মিটার পর্যন্ত গভীরতার জাহাজ ভেড়ার সক্ষমতা রয়েছে।