শেষ পর্যন্ত ভাঙা পড়ছে বগুড়ার ঐতিহ্যবাহী ‘নওয়াব প্যালেস’
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৮:১০
বগুড়ার ঐতিহ্যবাহী ‘নওয়াববাড়ি’ (নওয়াব প্যালেস) শেষ পর্যন্ত ভাঙা পড়ছে। উচ্চ আদালত থেকে রায় পেয়ে নওয়াব প্যালেসের ভেতরে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর ম্যুরালসহ বেশ কিছু স্থাপনা গতকাল রোববার থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
২০১৬ সালের মে মাসে নওয়াব প্যালেসকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল সংস্কৃতি মন্ত্রণালয়। ‘সংরক্ষিত পুরাকীর্তি’ হিসেবে সাইনবোর্ডও টাঙিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কিন্তু দীর্ঘদিনেও নওয়াব প্যালেস অধিগ্রহণ কিংবা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয় সরকার। অন্যদিকে, ব্যক্তিগত সম্পত্তি পুরাকীর্তি ঘোষণায় সরকারের গেজেট প্রকাশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন মালিকানা দাবিদার বগুড়ার তিন ব্যবসায়ী।