শীত বিদায় নিয়ে গরম প্রায় চলেই এলো। এই সময়ে গরম যেমন বাড়ে, সেই সঙ্গে মশার উপদ্রব বৃদ্ধি পায়। সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত মশা যন্ত্রণা দিয়ে থাকে। রাতের ঘুমও হারাম হয়ে যায় এই মশার জন্য। মশা তাড়াতে বাজারে নানা রকম উপকরণ পাওয়া যায়।
যা ক্ষণিকের জন্য মশা তাড়ালেও, আপনার দীর্ঘ শারীরিক ক্ষতির কারণ হতে পারে। তাই এই সমস্যা থেকে রক্ষা পেতে ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ের উপর। আজ এমন তিনটি ঘরোয়া উপায় সম্পর্কে আপনাদের জানাবো, যা কাজ করবে জাদুর মতো।