দেশ থেকে প্রতি বছর মোটা অঙ্কের টাকা পাচার হচ্ছে, এ তথ্য পুরনো। অর্থ পাচার রোধে নানা পদক্ষেপ নেওয়ার পরও কেন পাচার বন্ধ হচ্ছে না, এ প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। বস্তুত, পাচার হওয়া অর্থের বেশিরভাগই যায় আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। এ ছাড়া অন্য কী কী উপায়ে টাকা পাচার হয়ে থাকে, তা-ও বহুল আলোচিত।
এ প্রেক্ষাপটে টাকা পাচার রোধে কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। বলা হয়ে থাকে, দেশ থেকে এক বছরে যে পরিমাণ টাকা পাচার হচ্ছে, তাতে কয়েকটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। গত এক যুগেরও বেশি সময়ে বিভিন্ন দেশে বাড়ি-ফ্ল্যাট ক্রয় ছাড়াও নানা ব্যবসা-বাণিজ্যে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন অনেকে। বহুল আলোচিত পানামা ও প্যারাডাইস পেপারসেও অনেক বাংলাদেশির নাম এসেছে।