চীনের করোনার টিকার প্রথম চালান গ্রহণ করল থাইল্যান্ড
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫
থাইল্যান্ডের অর্ডার দেওয়া চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি করোনার টিকার প্রথম চালান বুধবার রাজধানী ব্যাংককে পৌঁছেছে। এসব টিকা হাতে পাওয়ার মধ্যদিয়ে দেশটি তাদের জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। খবর সিনহুয়ার।
চাইনিজ বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে থাইল্যান্ডের অর্ডার দেওয়া টিকার ২০ লাখ ডোজের মধ্যে প্রথম চালানে দুই লাখ ডোজ থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল কার্গো ফ্লাইটের মাধ্যমে বেইজিং থেকে ব্যাংককে সরবরাহ করা হয়েছে।