করোনা টেস্টে পজিটিভ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াড থেকে শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন পেসার লাহিরু কুমারা। তার বদলি হিসেবে ক্যারিবীয় সফরে সুরাঙ্গা লাকমালকে যুক্ত করেছে শ্রীলঙ্কা।
ফেব্রুয়ারির শুরুতে হেড কোচ মিকি আর্থার, টপঅর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে করোনা পজিটিভ হয়েছিলেন। পেসার বিনুরা ফের্নান্দ ও চামিকা করুণারত্নেকে গত মাসে ট্রেনিং ক্যাম্প থেকে ছেঁটেই ফেলা হয়েছিল দেহে ভাইরাস শনাক্ত হওয়ার কারণে।
সফর শুরুর শেষ পিসিআর টেস্টে কুমারা ছাড়া উইন্ডিজগামী স্কোয়াডের আর কারো দেহে ভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।