মানবদেহে বার্ড ফ্লু-র সংক্রমণ বিশ্বে এই প্রথম? রুশ দাবি মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১

এই প্রথম মানবদেহে বার্ড ফ্লু ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ দেখা দিয়েছে বলে দাবি করল রাশিয়া। রুশ সংবাদমাধ্যমের দাবি, সে দেশের দক্ষিণাঞ্চলের একটি পশুখামারে ৭ জন কর্মীর দেহে বার্ড ফ্লু-র একটি প্রজাতি (এইচ৫এন৮)-র সংক্রমণ ধরা পড়েছে। এই দাবি ঘিরে রুশ চিকিৎসক মহলের বড় অংশের কপালে ভাঁজ। কারণ এখনও করোনাকেই ঠিক মতো মোকাবিলা করা যায়নি, তার উপর যদি নয়া সংক্রমক ব্যাধি দেখা দেয়, তা হলে সামলানো সমস্যা হবে। যদিও রাশিয়ার এই দাবিকে এখনও মান্যতা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা এই দাবি উড়িয়েও দেয়নি।

শনিবার রুশ টেলিভিশনে সে দেশের উপভোক্তা এবং মানবাধিকার সংগঠনের প্রধান আনা পোপোভা জানিয়েছেন, আক্রান্ত ওই ৭ জনের থেকে বার্ড ফ্লু-র প্রজাতিটির জিনের উপাদান সংগ্রহ করেছেন ভেক্টর ল্যাবরেটরির গবেষকেরা। তিনি বলেন, ‘‘গত ডিসেম্বরেই ওই খামারে বার্ড ফ্লু-র প্রকোপ দেখা দিয়েছিল। এর পর বেশ কিছু দিন আগে মানবদেহেও সংক্রমণ ঘটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us