মিয়ানমারে বিক্ষোভে গুলিতে মৃত্যুর ঘটনায় জাতিসংঘের নিন্দা
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪
মিয়ানমারে বিক্ষোভে গুলিতে মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির মান্দালয় শহরে গতকাল শনিবার পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব নিন্দা প্রকাশ করলেন।
এদিকে গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা লু মিনকে আটক করা হয়েছে।