ই-কমার্স মেলা, অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১
গুলশানের একটি রেস্টুরেন্টে অনলাইন শপিং মেলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। মেলায় ভ্যাট গোয়েন্দার একটি দল অভিযান করে ভ্যাট ফাঁকির ‘মহোৎসব’ দেখতে পান বলে জানিয়েছে সংস্থাটি। এতে অংশ নেয়া ১৯ অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইন অনুসারে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে ভ্যাট গোয়েন্দা অধিদফতর।
গুলশান এক নম্বরে ‘ও প্লে’ নামের একটি রেস্টুরেন্টে গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই মেলায় ১৯টি অনলাইন বিক্রেতা অংশ নেয়। ঐ রেস্টুরেন্টটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছিল।