দেশে ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করতে পারবেন বিদেশিরা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪১
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ঘুরতে আসেন অনেক প্রকৃতিপ্রেমী। এখন থেকে তারা নিজেদের ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে বিদেশি মুদ্রায় কেনাকাটা করতে পারবেন। এটিএম বুথ থেকে তুলতে পারবেন টাকাও। বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, বাংলাদেশে আগত বিদেশি পর্যটক অথবা যাত্রীরা তাদের ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে টাকাও তুলতে পারবেন।