নিজেকে তিনি পরিচয় দেন ‘বড় শিল্পপতি’ হিসেবে। নড়াইলের কথিত এই বড় ‘শিল্পপতি’ শেখ আমিনুর রহমান ওরফে হিমুর বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। ব্রুনেইয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে একটি মামলায় তাঁর বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে উত্তরা-পূর্ব থানার পুলিশ। গত ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে তাঁর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকার আর্থিক লেনদেনের হিসাব পেয়েছে তদন্ত কমিটি।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র বলছে, মানব পাচার ও প্রতারণার পৃথক তিনটি মামলার প্রধান আসামি আমিনুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন। রোববার একটি মানব পাচার মামলায় তিনি ঢাকার আদালতে হাজিরও হন।