গাড়ি উড়াতে ব্রিটেনে নির্মিত হচ্ছে মিনি-এয়ারপোর্ট
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪০
যানজট এড়াতে নিজের মতো করে বিদ্যুৎচালিত উড়ন্ত গাড়ি তৈরি করে নিয়েছে জাপান, স্লোভাকিয়া, রাশিয়ার মতো দেশগুলো। কিন্তু এয়ারপোর্ট না থাকলে গাড়ি কিভাবে আকাশে উড়বে? সেই চিন্তা থেকেই এয়ারপোর্ট তৈরির প্ল্যান নিয়েছে ব্রিটেন।
ডেইলি স্টার ইউকের একটি প্রতিবেদন অনুসারে, ফ্লাইং কার ওঠা-নামা করার জন্য বিশ্বের সবচেয়ে ছোট বিমানবন্দর তৈরির এই পরিকল্পনা নেয়া হয়েছে। ব্রিটেনের স্টার্ট-আপ সংস্থা ‘আরবান এয়ারপোর্ট’-এর সঙ্গে এই প্রকল্পে শামিল দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটর।