মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদের মহান সৃষ্টিকর্তা। তিনি যদি তাঁকে সৃষ্টি না করতেন, তাহলে জগতের কিছুই আর সৃষ্টি করতেন না। মহামহিম আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাঁর আখলাকও নিশ্চয়ই শ্রেষ্ঠতম।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাসুল (সা.) প্রশিক্ষিত হন। এ জন্য মহানবীর চরিত্র সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হলে উম্মুল মুমেনিন আয়েশা (রা.) সংক্ষেপে বলেন, তাঁর চরিত্র ছিল আল-কোরআন। এর মর্মার্থ হচ্ছে পবিত্র কোরআনে উত্তম চরিত্র ও মহান নৈতিকতার যে বৈশিষ্ট্য প্রদর্শিত হয়েছে, রাসুলের মধ্যে সবই বিদ্যমান ছিল।