বিজেপিকে নাগরিকত্ব-খোঁচা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ০৬:০৫

রাজ্যে বসবাসকারী মতুয়া ও নমঃশূদ্ররা ইতিমধ্যেই দেশের নাগরিক— ফের এক বার জোর দিয়ে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া-অধ্যুষিত রানাঘাটের জনসভায় সোমবার নাগরিকত্ব আইনের বিরোধিতা করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘কত সাল থেকে এখানে আছেন? কেউ ’৫০, কেউ ’৭০, কেউ স্বাধীনতার আগে থেকে আছেন। তাঁরা এমনিতেই নাগরিক। তুমি (বিজেপি) আবার নাগরিকের মোয়া খাওয়াবে কী?’’

গত লোকসভা ভোটে মতুয়া-অধ্যুষিত এলাকায় তৃণমূল পিছিয়ে পড়েছিল। নাগরিকত্বের প্রশ্নে মতুয়া প্রধান নদিয়ার রানাঘাট এবং পাশে উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা আসনে জিতেছিল বিজেপি। সে কথা মাথায় রেখেই সম্প্রতি বনগাঁয় ও তার পরে এ দিন রানাঘাটে এই নাগরিকত্বের প্রশ্নেই মতুয়া ও নমঃশুদ্রদের আশ্বস্ত করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “মতুয়া ভাইবোনেরা আমার, নমঃশুদ্র ভাইবোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী এ কথা বলছি।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us