বাংলাদেশকে রুখতেই যেন আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় নেমেছিলেন হুসাইন শরীফ। ম্যাচের অতিমানবীয় পারফরম্যান্সই তার প্রমাণ। দ্বিতীয়ার্ধে কমপক্ষে নিশ্চিত ৪ গোল বাঁচিয়ে দিয়েছেন মালদ্বীপের গোলরক্ষক। যেন ‘চীনের বার্লিন প্রাচীর’ তিনি।
তাই মালদ্বীপের গোলের নায়ক আলি ফাসির হলেও বাংলাদেশ হেরেছে আসলে শরীফের কাছেই। তার অতিমানবীয় পারফরম্যান্সের কারণে ঘরের মাঠের সুবিধাও বাংলাদেশের হার এড়াতে ব্যর্থ। ফিফা উইন্ডোর ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ ব্যবধানে হেরেছে কোচ হাভিয়ের কাবরেরা দল। এতে প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলের জয় পেলেও আজ হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তপু বর্মন-শেখ মোরসালিনদের।