ভোটরেল! মোদীর নির্দেশ কলকাতার বিভিন্ন মেট্রো প্রকল্প নিয়ে
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ০৫:১৩
আগামী বছরের মার্চের মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দেশ দিলেন ২০২৫ সালের মধ্যে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইনের কাজ শেষ করে ফেলারও। সেই সঙ্গে সিদ্ধান্ত, জমি-জট এড়াতে এর পরে খতিয়ে দেখা হবে নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত মেট্রো মাটির নীচে সুড়ঙ্গে চালানোর সম্ভাবনাও। যে ভাবে প্রত্যেক দফার সময় বেঁধে মেট্রো প্রকল্পের কাজ শেষ করার উপরে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, রাজ্যে ভোট-বছরে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্রের খবর, সম্প্রতি কলকাতা মেট্রো রেল প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বসে নিজে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া-বারাসত প্রকল্পের প্রথম দফায় নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো-লাইনের কাজ চলছে। লকডাউনের মধ্যেও তা আটকায়নি। এই অবস্থায় রেল মন্ত্রককে মোদীর নির্দেশ, ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে ওই কাজ শেষ করতে হবে।