ঢাবি অধিভুক্ত ৭ কলেজের নতুন প্রধান সমন্বয়ক মাকসুদ কামাল
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
দায়িত্ব পাওয়ার পর মাকসুদ কামাল বলেছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১৭ সালে অধিভুক্তির পর থেকে সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন। প্রথমে অনুষদের তৎকালীন ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম ও পরে বর্তমান ভারপ্রাপ্ত ডিন মুহাম্মাদ আবদুল মঈন এই দায়িত্বে ছিলেন। তাঁদের সময়ে সাত কলেজের শিক্ষার্থীদের নানা আন্দোলন ও অসন্তোষ দেখা যায়।
এমন প্রেক্ষাপটে এ এস এম মাকসুদ কামালকে সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হলো।