নিউইয়র্কে বোমা হামলায় দণ্ডিত আকায়েদের বক্তব্য পাল্টে সাজা কমানোর চেষ্টা
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১১:৩৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জঙ্গি হামলায় দণ্ডিত বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহ তাঁর বক্তব্য পাল্টে সাজা কমানোর চেষ্টা করেছেন। তবে তাঁর পরিবর্তিত বক্তব্য প্রত্যাখ্যান করে বিচারক বলেছেন, জুরিবোর্ডের দেওয়া দণ্ড ঠিকই আছে।
২০১৭ সালের ডিসেম্বরে বুকে পাইপবোমা বেঁধে নিউইয়র্ক নগরীর ব্যস্ততম বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটান আকায়েদ। বিস্ফোরণে তিনিসহ চারজন আহত হন। পরে তাঁকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে ম্যানহাটনের আদালতে আকায়েদের বিচার হয়। বিচারে সংঘবদ্ধ জঙ্গিগোষ্ঠীর হয়ে তাঁর কাজ করার বিষয়টি উঠে আসে। এ ছাড়া পুলিশের কাছে তাঁর দেওয়া স্বীকারোক্তি ও ফেসবুকে বিদ্বেষমূলক নানা পোস্ট বিচারে উঠে আসে। জুরিবোর্ড আকায়েদকে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।