You have reached your daily news limit

Please log in to continue


তবু থামেনি বাকি-নিয়াজেরা, লড়েছেন অনলাইনের মঞ্চে

তামিম ইকবাল ছক্কা হাঁকালেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উঠত সমুদ্রের গর্জন। জামাল ভূঁইয়ার পায়ে বল পড়তেই বঙ্গবন্ধু স্টেডিয়ামেও নেচে উঠত গ্যালারি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে ভলিবলের আন্তর্জাতিক ম্যাচে কিংবা তায়কোয়ান্দো, উশু দেখতে এসে দর্শকেরা শোরগোলে মাতিয়ে রাখতেন পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়াম। ঠিক এক বছর আগেও এগুলো ছিল ক্রীড়াঙ্গনের সাধারণ ছবি। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হতেই বদলে যেতে থাকে খেলার মাঠের চিরচেনা দৃশ্যগুলো। খেলাই বন্ধ ছিল বেশ কয়েক মাস। ক্রীড়া স্থাপনাগুলোতে ছিল ভুতুড়ে পরিবেশ। বিরতি দিয়ে অবশ্য এখন স্বাস্থ্যবিধি মেনে মাঠে নেমেছেন খেলোয়াড়েরা। তবে এর আগে অনেকেই বেছে নিয়েছেন ভিন্ন প্ল্যাটফর্ম। শুধু দেশে নয়, সারা বিশ্বে করোনায় জনপ্রিয় হওয়া ভার্চ্যুয়াল মাধ্যমের পথে হেঁটেছেন খেলোয়াড়, সংগঠকেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন