সাজেদুর আবেদীন শান্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনী গ্রামের ৭ তরুণ ২০১৪ সালে ‘দূষণমুক্ত সুন্দর সমাজ গড়বই’ স্লোগানে গড়ে তোলেন ‘পরিবেশ উন্নয়ন পরিবার’। তাদের প্রধান কাজ দেশীয় পাখির নিরাপদ কৃত্রিম আবাস তৈরি, প্রাকৃতিক পরিবেশ, জীব-বৈচিত্র রক্ষাসহ বিভিন্ন সামাজিক কাজ।
উপজেলার বাইগুনী, মহিমাগঞ্জ, বগুড়ার সোনাতলাসহ বিভিন্ন এলাকায় পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তারা। জানা যায়, বর্তমানে সংগঠনের সদস্য ৪০ জন। পাখির প্রতি ভালোবাসা থেকে সংগঠনটি নিজ গ্রামে পাখির বাসা তৈরির মাধ্যমে শুরু করে পাখি সংরক্ষণ কর্মসূচি।