বছর শেষ হওয়ার আগেই ফের বড় বিপর্যয়ের মুখে ক্রোয়েশিয়া। মঙ্গলবারের ভয়াবহ এই ভূমিকম্পে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্প অনুভূত হয়েছে সমগ্র ক্রোয়েশিয়াতেই। পাশাপাশি প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ায় দক্ষিণাংশেও ভূমিকম্প টের পেয়েছেন। খবর আল-জাজিরার।
ক্রোয়েশিয়ার জাগ্রেব-এর ৪৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পের এপিসেন্টার। এর আগে সোমবার এই অঞ্চলে প্রথমবার ভূমিকম্প হয়। তার পরেই ফের এই দিন কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। এখানকার অধিকাংশ বাড়িই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভোরের দিকে এই ভূমিকম্প হয়। সে সময় বহু মানুষ ঘুমিয়ে ছিলেন। এখন পর্যন্ত একটি মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এ সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এতে আহত হয়েছেন অনেকেই।