ঘরের বারন্দায় পায়ে শিকল ও গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ২২ বছরের যুবক রাসেল মীরকে। কেউ তার কাছে গেলেই তিনি বলে ওঠেন, ‘পুলিশ আমারে ছাইরা দ্যাও, আমি পাগল না’। এরপরই বাঁধনমুক্ত হওয়ার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। এসময় ধমক দিলেই আবার থেমে যান।
এভাবে রাসেলের রাসেলের শেকলবন্দী জীবন ৮ বছর অতিক্রম করেছে। চিকিৎসার অভাবে রাসেলের শরীরের সঙ্গে শেকলবন্দী হয়ে আছে একটি পরিবারের স্বপ্নও।পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের হতদরিদ্র কৃষক ফারুক মীরের দুই ছেলের মধ্যে ছোট রাসেল মীর। বাবা ফারুক মীর ও মা রুসিয়া বেগম বলেন,