অনেক সময় হঠ্যাৎ করেই ঘর থেকে দুর্গন্ধ ছড়ায়। এ সময় আমরা সাধারণত এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এয়ার ফ্রেশনার ব্যবহারের কিছুক্ষণের মধ্যে ঘরে আসে সজীবতা সেই সাথে সুন্দর গন্ধ। কিন্তু এই এয়ার ফ্রেশনার কি আসলেই নিরাপদ? সেই বিষয়ে প্রথমে জানা দরকার।
বিশেষজ্ঞরা বলছেন এয়ার ফ্রেশনারের থাকে রাসায়নিক দ্রব্য যা শরীরের জন্য ক্ষতিকর। তাদের মতে সুগন্ধি জাতীয় বিভিন্ন সামগ্রী যেমন, এয়ার ফ্রেশনার, সেন্টেড মোমবাতি সবকিছুতেই রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়।
এই ক্ষতিকারক রাসায়নিক হরমোনের ক্ষতি করে । ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, ঘরের ভেতরে রুম ফ্রেশনার স্প্রে করলে তা বিক্রিয়া করে বিভাজিত হয়ে ক্ষতিকর যৌগ তৈরী করে।