অভিবাসন সঙ্কট কাটাতে কাজ করতে হবে একসাথে: মন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১৯:২৮

কোভিড-১৯ সঙ্কট থেকে উত্তরণ এবং বাংলাদেশের অভিবাসন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করারও ওপর জোর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘ন্যাশনাল লেভেল স্টেকহোল্ডার কনসালটেশন অন সেইফ মাইগ্রেশন অ্যান্ড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন ইন দ্য কনটেক্সট অব কোভিড-১৯ ক্রাইসিস’ শীর্ষক সভায় আর এ আহ্বান আসে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, “কোভিড-১৯ শুধু আমাদেরই নয়, বিশ্বব্যাপী একটি মহামারী, যাতে আক্রান্ত হয়েছে প্রতিটি খাত। কোভিডের কারণে অভিবাসন খাতে যে সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবেলা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থাসহ রিক্রুটিং এজেন্সিগুলোকে এক ছাতার নিচে আসতে হবে, সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আর তা করা গেলেই কোভিড সঙ্কট কার্যকরভাবে মোকাবেলা করা এবং এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে মত দেন মন্ত্রী।

মহামারীর মধ্যে সঙ্কটে পড়া প্রবাসী কর্মীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা সভায় তুলে ধরেন ইমরান আহমেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us