পদ্মা সেতুর ফলে দেশে দারিদ্র্যের হার কমবে: তাজুল ইসলাম
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৩২
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পদ্মা সেতুর ফলে জিডিপি ১ পারসেন্টের অধিক বেড়ে যাবে। এর মাধ্যমে দারিদ্র্যও কমে আসবে। বর্তমানে দারিদ্র্যের হার হিসাব করা হয় ২০ পারসেন্ট। আমরা আশা করি, তখন দারিদ্র্যের হার ৫ পারসেন্টে নেমে যাবে।’ শনিবার বিকেল মাদারীপুরের শিবচর উপজেলায় ৫০০ আসনবিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, সারা দেশে ১০০ ইকোনমিক জোন গড়ে তোলা হবে। এ দেশ কৃষিতে সমৃদ্ধ। কিন্তু দেশের জনসংখ্যা প্রচুর। এত মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর শিল্পকারখানা গড়ে তুলতে হবে। পদ্মা সেতু ঘিরে সারা দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। অসংখ্য শিল্পকারখানা গড়ে তোলা হবে। শিগগিরই চট্টগ্রামে বিশাল এক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ফলে দেশে দারিদ্র্যের হার কমে আসবে।