শুধু রেডিয়োতে নয়, 'মিরচি'র বিনোদন নানা ফরম্যাটে। নতুন এই মিরচি কেমন, তা জানাতে হাত মিলিয়েছে রাফতার, আমাল মালিক আর দর্শন রাভাল
দেশের এক নম্বর শহর কেন্দ্রিক গান আর বিনোদন সংস্থা হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল 'মিরচি'। সে কারণেই ভারতের সেরা এই এফএম ব্র্যান্ড তাঁদের নতুন চেহারা সামনে আনল। ১৯ বছর বাদে এই প্রথম ভোল বদলাল 'মিরচি'। এখন আর রেডিয়ো শব্দটি জুড়ে নেই মিরচির সঙ্গে। 'সির্ফ রেডিয়ো নেহি, হর এন্টারটেইনমেন্ট মে মিরচি হ্যায়' এই লক্ষ্যের কথা মাথায় রেখে মিরচির লোগোতেও আর রেডিয়ো শব্দটি থাকছে না। এর থেকেই স্পষ্ট, একেবারে এলাকাভিত্তিক, একাধিক ফরম্যাটে আর রকমারি কনটেন্ট মিলবে মিরচিতে। একইসঙ্গে মিরচি ডিজিটাল, লাইভ আর এফএম-এর মাধ্যমে।