হবিগঞ্জের বানিয়াচংয়ে জলাশয়ে বাধ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী গ্রাম ও মজলিশপুর গ্রামের সীমান্তে জলাশয়ে বাধ দেওয়ার বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে সংঘর্ষ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে হাজির হয়ে সংঘর্ষ থামান। পরবর্তীতে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।