বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এখনো পর্যন্ত অসাধারণ কেটেছে মুস্তাফিজুর রহমানের। বল হাতে দারুণ ছন্দে আছেন গাজী গ্রুপ চট্টগ্রামের পেসার। পরিসংখ্যানই যার প্রমাণ, ৯ ম্যাচে ২১ উইকেট নিয়ে রাজ করছেন আসরের উইকেট শিকারিদের তালিকায়। শুক্রবার জেমকন খুলনার বিপক্ষে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে তার বর্ণিল টুর্নামেন্টটি। ট্রফি জয়ের মঞ্চে মুস্তাফিজকে হাতছানি দিচ্ছে অনন্য এক কীর্তি।
কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি সাকিব আল হাসানের। বিপিএলের ষষ্ঠ আসরে (২০১৮-১৯) ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে ফাইনালে ৩ উইকেট পেলেই রেকর্ডটি নিজের করে নিবেন মুস্তাফিজ।