বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আগামী এক মাস বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। নিয়োগ বঞ্চিত নিবন্ধিতদের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ)ও ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।
বিভিন্ন জেলার কয়েক হাজার নিবন্ধন সনদধারীর ১৬৬টি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট রায় দেয়। পরে ২০১৮ সালের ৩ এপ্রিল রায়টি প্রকাশ পায়।
৪৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ৭ দফা নির্দেশনা দেওয়া হয়।